নিজস্ব প্রতিবেদক।। মোঃ রাতুল হাওলাদার পিতা-মৃত ছরো হাওলাদার মহামায়া লাকুটিয়া প্রধান সড়ক নেশা ও মেয়েদের ইভটিজিং যেন তার নৃত্য দিনের সঙ্গি তার রয়েছে মাদকের একজাক উদীয়মান বন্ধু। এলাকাসহ বরিশালের চুরি ছিনতায়ের সাথে জড়িত তিনি অনেকবার খেটেছেন জেল।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় আবেদ আলী শাহ মাজার লাকুটিয়া প্রধান সড়ক মুখার্জির পুল শিকদার এন্টারপ্রাইজ নামে মাদকের ও চাঁদার টাকার জন্য করলেন ভাঙচুর শুধু তাই না দোকানের ক্যাশে থাকা নগদ ৫০০০০ টাকা স্ব-দল বলে কেড়ে নেন রাতুল।
এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় রাতুল দীর্ঘ বছর যাবত মাদক কিনা বেচার সাথে জড়িত এবং মাদক সেবী তার কাছ থেকে রেহাই পায়না স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও এমনকি অনেকের বাড়ির গৃহবধুকেও করেন ইভটিজিং।
কিছুদিন আগে তেমন একটা ঘটনা ঘটিয়েছেন এই রাতুল তার ইভটিজিং এ বাধা দিতে গিয়ে এক মেয়ের ভাই শাহীন পেদাকে ভেদম ভাবে গুরুতরত জখম করেছিলেন এই রাতুল। এলাকাবাসী ও অনেক দোকানদাররা বলেছেন রাতুলের একটি বিহিত হওয়া দরকার কারো কথার ধার ধারে না এই রাতুল।
ভুক্তভোগী শিকদার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী লিটন সিকদার বলেন আমি একজন ইট বালি সিমেন্টের সাপ্লাইয়ার দীর্ঘদিন যাবত নেশার টাকা ও চাঁদা দাবি করে আসছিলেন রাতুল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার দোকানের আশেপাশে উঁকি মেরে হঠাৎ করে আক্রমণ করে বসে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে বিক্রি করার ইট দিয়া আমার উপরে আক্রমণ করে বসেন। আমি একটু সরে গেলেই আমার থাই এলোমনিয়াম গ্লাসের উপরে আঘাত করে বসেন রাতুল। তাতে আমার পরপর দুটো থাই গ্লাস ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। যার বর্তমান বাজারমূল্য ২৫ হাজার টাকা আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কাছে সুস্থ তদন্ত করে বিচার কামনা করি।
দোকান মালিক লিটন সিকদার আরো বলেন যেকোনো মুহূর্তে বড় ধরনের কোন ক্ষতি করে দিতে পারে রাতুল। একে এখনই থামানো দরকার না হলে রাতুল ঘটাতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। মিডিয়াকর্মীদের সাক্ষাতে অনেক দোকানদার বলেন রাতুল একটি বাজে ছেলে চুরি ছিনতাইয়ের সাথে জড়িত এবং নেশাখোর। তার জালায় অতিষ্ঠ মুখার্জী পুলের অনেক দোকানদার প্রশাসনের সুদৃষ্টি কামনা ও সুস্থ বিচারের দাবি করেন তারা।
Leave a Reply