1. admin@bangladeshkontho.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : admin2 :
  3. vdrc1997@gmail.com : Milon Badsha : Milon Badsha
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শোকের দিনে কুয়াকাটায় ফুর্তি! রাজাপুর প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রীয় শোক অবমাননার গুরুতর অভিযোগ বরিশাল -৪ আসনে মনোনয়ন চাইবো- সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এনসিপি নেতা আবু সাঈদ মূসা মেহেন্দিগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটি পরিবারের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল! সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ প্রসঙ্গে – মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে প্রশমিত হলো ফতোয়া নিয়ে দুই পক্ষের উত্তেজনা! সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালনকারীদের সাথে মেহেন্দিগঞ্জে ইউএনওর কার্যালয়ে বাহাস অনুষ্ঠিত! সাংবাদিককে গলাকেটে হত্যার হুমকি থানায় সাধারণ ডায়েরি নামে-বেনামে কোটি টাকার সম্পত্তির মালিক বরিশালের এএসআই কামরুল! নামফলকে স্ত্রীর নাম, কর সনদে নিজের নাম মেহেন্দিগঞ্জে ড্রেজার আটকে চাঁদাদাবি ও ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগ হিজলার ধুলখোলায় নান্টু বেপারী হত্যা মামলায় আপোস না করায় বাদীকে বারবার হয়রানির অভিযোগ! মেহেন্দিগঞ্জে জামায়াত নেতার ধর্ষণে মাদ্রাসা ছাত্রী ৭মাসের অন্তঃসত্ত্বা! থানায় মামলা দায়ের!

মেহেন্দিগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জিম্মি কর্মচারীরা

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১১০৫ ০ বার সংবাদটি পরেছে

নিউজ ডেস্ক।। 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্বে সীমাহিন অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তার দাপুটে পুরো দপ্তরের কর্মচারীরা অসহায় ও জিম্মি হয়ে পড়েছে। এমনই অভিযোগ করেছে ভুক্তভুগীরা।
অভিযুক্ত কর্মকর্তা ডা: সোলায়মান মাসুম ।

অভিযোগে জানা যায়, উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্তির পর থেকেই স্বাস্থ্যসেবামুলক সরক্কারি প্রতিষ্ঠানটিতে ইচ্ছানুযায়ী পরিচালনা করছেন ডাঃ মাসুম। নিয়মানুযায়ী সরকারি সেবার বিপরীতে ইচ্ছেমত দপ্তরটিকে পরিচালনা করছেন তিনি।

কার্যদিবস কালে প্রতিদিন সকাল ৯ টায় উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অধিকাংশ সময়েই কার্যালয়ে উপস্থিত থাকেন না। আবার কখনো অফিসে আসলে নির্দিস্ট সময় অতিক্রম করে ইচ্ছেনুযায়ী সকাল ১১ টায় উপস্থিত হয়ে দুপুরের আগেই আবার চলে যান। আর এতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলেও জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা।

অভিযোগে আরও জানা গেছে, অফিসে ঠিক মত আসলেও সেবার পরিবর্তে অধস্তনদের সাথে খোসগল্প করেই কাটিয়ে দেন পুরো সময়। এমনকি অভিযোগ উঠেছে এক কার্যালয়ের নারী এক স্টাফের সাথে তার গভীর সখ্যতা রয়েছে। পরকীয়ায় আসক্ত হয়ে অফিসের অধিকাংশ সময় নিজের কক্ষে ডেকে ঐ নারীর সাথে সময় অতিবাহিত করেন। এর প্রতিবাদ করলে অফিসের অন্যান্য কর্মচারীদের চাকুরীতে ক্ষতি সহ নানা ধরণের হুমকিও প্রদর্শন করেন তিনি।

এদিকে ডাঃ মাসুমের বিরুদ্বে অভিযোগ উঠেছে ঘুষ বাণিজ্যেরও। লাখ টাকা না দিলে অবসরে যাওয়া অফিসের কর্মচারীদের বেকায়দায় ফেলে দেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এফডব্লিএ জানান, আমরা অবসরে আসলে ডা: সোলায়মান মাসুম অফিস সহকারীদের মাধ্যমে ১ লক্ষ করে টাকা দাবি করে। যারা দিতে অস্বীকার করেন তাদেরকে প্রভিডেন্ট ফান্ডের অর্থ যাতে না পায় এমন হুমকি প্রদর্শন করেন। আর এতে ঐ অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারীরা বেশ ক্ষতির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভুগীরা। তারা জানান, নিয়মানুযায়ী চাকুরির মেয়াদকাল শেষে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা আমাদের দিয়ে দেয়া হবে। আর এতে সংশ্লিস্ট কর্মকর্তা সুপারিশ করবেন।

কিন্ত ডাঃ মাসুম এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের জিম্মি করে হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এক লক্ষ টাকা তাকে না দিলে প্রভিডেন্ট ফান্ড আটকে দিবেন বলে অনবরত অধস্তনদের দিয়ে জানিয়ে যাচ্ছেন। আর এতে আমাদের চরম ক্ষতির শিকার হতে হচ্ছে। এবিষয়ে আমরা সংশ্লিস্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ডা; সোলায়মান মাসুমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

আমাদের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ