নিজস্ব প্রতিবেদক।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) আসরবাদ পাতারহাট পুরাতন হাসপাতাল জামে মসজিদে মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোকাদ্দেস জমদ্দার ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩নং অম্বিকাপুর ওয়ার্ড জাতীয় শ্রমিক দলের সভাপতি তালাত শাকিল এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি‘র স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
তারা দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
দেশনেত্রীর সুস্থতা ও দেশের সমৃদ্ধি কামনা করেন। পরে উপস্থিতদের মধ্যে তোবারক বিতরণ করা হয়।
দলের বড় পদ পদবি না থাকলেও এই আয়োজনের মাধ্যমে প্রমাণ করে দিলেন পদ পদবী একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু কর্মীদের ভালোবাসা আজীবনের জন্য!
টাকা খরচ করে টো’কাই কেনা যায়, কিন্তু নিঃস্বার্থ কোনো কর্মী নয়।
প্রতিক্রিয়ায় আয়োজকেরা বলেন বিএনপির দুঃসময়ের কর্মী হিসাবে ছিলাম ও থাকবো ইনশাআল্লাহ।
Leave a Reply